Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন’স চার্টার

(Citizen’s Charter)

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়

বিয়ানীবাজার, সিলেট।

ক্রঃ নং

প্রদেয় সেবা

সেবা গ্রহীতা

সেবা পাবার উপায়

সেবা প্রদানকারীর করণীয়

মন্তব্য

০১

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী।

দরিদ্র, বেকার, কর্মক্ষম, অদক্ষ ব্যক্তি।

স্থানীয় ইউপি অফিসে চেয়ারম্যান, মেম্বারগণের নিকট নাম নিবন্ধন করে এ ধরনের কাজ করার সুযোগ পাওয়া যায়।

ইউপি অফিস থেকে বরাদ্দ অনুযায়ী উপকারভোগীর তালিকা পাওয়ার পর বছরে ৮০দিন কাজ করার সুযোগ দেওয়া হয়।

দৈনিক ৮ঘন্ট কাজের জন্য ১৭৫ টাকা মজুরী পাওয়া যায়। শ্রমিক সংখ্যা বরাদ্দ অনুযায়ী।

০২

গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) যেমন- কাঁচা রাস্তা/ ছোট ছোট ব্রীজ/ বিদ্যালয়ের মাঠ ভরাট/খাল খনন/বাঁধ নির্মাণ ইত্যাদি।

দরিদ্র, বেকার, কর্মক্ষম, অদক্ষ ব্যক্তি, শিক্ষা/ধর্মীয়/সেবামূলক প্রতিষ্ঠান।

স্থানীয় ইউপি অফিসে আবেদনের মাধ্যমে এই ধরনের সেবা পাওয়া যায়।

স্থানীয় ইউপি অফিস থেকে প্রকল্প/শ্রমিক/তালিকা পাওয়ার পর এ সেবা প্রদান করা হয়।

বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে।

০৩

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর) যেমন- যেকোন রাস্তা/ বাঁধ মেরামত/ শিক্ষা/ধর্মীয়/সেবামূলক প্রতিষ্ঠানের উন্নয়ন ।

০৪

জিআর ক্যাশ/চাউল/ঢেউটিন/ শীতবস্ত্র প্রদান।

প্রাকৃতিক/মানুষে সৃষ্টি যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবার/শিক্ষা/ ধর্মীয়/সিবামূলক প্রতিষ্ঠানে এ সেবা পাবেন।

০৫

ভিজিএফ কর্মসূচী।

দরিদ্র, বৃদ্ধ, অসহায়, মানুষ এ সেবা পাবেন।

০৬

ঝুঁকি হ্রাস কর্মসূচী।

বেকার, দরিদ্র, কর্মক্ষম, অসহায় মানুষ এ সেবা পাবেন